সিলেট ৫ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২১শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ | ৮ই রবিউস-সানি, ১৪৪১ হিজরী
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯
সিলেটপ্রেস ডেস্ক :: সিলেট সদর দলিল লেখক সমিতির নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনকে ঘিরে সরগরম এখন সদর সাবরেজিস্ট্রি অফিস। চলছে বিরামহীন প্রচারনা। এবারের নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
মঙ্গলবার দলিল লেখকদের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. মোদাব্বির হোসেন, কুতুব উদ্দিন ও মুহিবুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন- নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ন করতে সকল কার্যক্রম শেষ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন- মাহমুদ আলী, তেরা মিয়া, রশীদুজ্জামান আক্তার, সহ সভাপতি পদে বদরুল আলম, দেলোয়ার হোসেন, জামন চৌধুরী, সাধারন সম্পাদক পদে, মইনুল ইসলাম খান সায়েক ও শেখ লোকমান মিয়া, সহ সাধারন সম্পাদক পদে রাশেদুজ্জামান রাশেদ, সাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে আবু হায়দর, প্রনজিৎ চন্দ, আবুল কয়েস, অর্থ সম্পাদক পদে আকবর হোসেন ও আব্দুর রহমান-২, দপ্তর সম্পাদক পদে ছালিক মিয়া, সালেক মিয়া, খালেদ হোসেন ও মো. সালেহ আহমদ, প্রচার সম্পাদক পদে নুরুল ইসলাম রাসেল, জালাল মিয়া, ধর্ম সম্পাদক পদে ওয়ারিস আলী, মো. আব্দুল আহাদ-২, সদস্য পদে মাহতাবুর রহমান, মাহবুবুল হক, রিপন ঘোষ, শাহ এমদাদুর হক, মো. ইসমাইল আহমদ।
সিলেটপ্রেসডটকম /১৯ নভেম্বর ২০১৯/ কামরুজ্জামান
সম্পাদক মন্ডলীর সভাপতি : জাবেদ আহমদ-০১৭১৮-৫৬০৩৭৫,
সম্পাদক ও প্রকাশক : ফয়ছল খান
মোবাইল : ০১৭১০-৭০৬৩০১
নির্বাহী সম্পাদক : জাবেদ এমরান
মোবাইল : ০১৭১১-৩৭৭৯৫৬
বার্তা সম্পাদক : কামরুজ্জামান
০১৭৭৯-০২৭৫৪৯
ইমেইল : sylhetpressbd69@gmail.com
ওয়েব : www.sylhetpress.com
অফিস : নেহার মার্কেট
পূর্ব জিন্দাবাজার (৪র্থ) তলা, সিলেট।
Design and developed by web-home-bd