সিলেট ১৪ই ডিসেম্বর, ২০১৯ ইং | ৩০শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ | ১৭ই রবিউস-সানি, ১৪৪১ হিজরী
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯
সিলেটপ্রেস ডেস্ক :: সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে আগামী ৫ ডিসেম্বর আলিয়া মাদ্রাসা মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সোমবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতি সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
সভায় সর্বসম্মতিক্রমে বেলা ১১টায় সমাবেশ উদ্বোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ও মহানগর আওয়ামীলীগের পৃথক পৃথক উপ কমিটি গঠন ও স্ব স্ব বিষয়ক আহ্বায়কবৃন্দ সমন্বয় গঠন করবেন। নগরময় আলোকসজ্জা, পোষ্টার, বিলবোর্ড গেইট বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়। সভায় সামগ্রিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন আহমদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, ফয়জুল আনোয়ার আলোয়ার, বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, এডভোকেট শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক সায়ফুল আলম রুহেল, প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, তপন মিত্র, যুব ও ক্রীড়া সম্পাদক রনজিত সরকার, কবির উদ্দিন আহমদ, হাজী আহমদ, আজহার উদ্দিন জাহাঙ্গীর, প্রিন্স সদরুজ্জামান, আজাদুর রহমান আজাদ, জুবের খান, নুরুল আমিন, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, এডভোকেট আজমল আলী, আব্দুস সোবহান, আব্দুল গফফার খান প্রমুখ।
সিলেটপ্রেসডটকম /১৮ নভেম্বর ২০১৯/ রাকিব হাসান
সম্পাদক মন্ডলীর সভাপতি : জাবেদ আহমদ-০১৭১৮-৫৬০৩৭৫,
সম্পাদক ও প্রকাশক : ফয়ছল খান
মোবাইল : ০১৭১০-৭০৬৩০১
নির্বাহী সম্পাদক : জাবেদ এমরান
মোবাইল : ০১৭১১-৩৭৭৯৫৬
বার্তা সম্পাদক : কামরুজ্জামান
০১৭৭৯-০২৭৫৪৯
ইমেইল : sylhetpressbd69@gmail.com
ওয়েব : www.sylhetpress.com
অফিস : নেহার মার্কেট
পূর্ব জিন্দাবাজার (৪র্থ) তলা, সিলেট।
Design and developed by web-home-bd