সিলেট ১৩ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ | ১৬ই রবিউস-সানি, ১৪৪১ হিজরী
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৯
সিলেটপ্রেস ডেস্ক :: সিলেটের সংগীত অঙ্গনের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী প্রথিতযশা শিল্পী হিমাংশু বিশ্বাসের ৭৫তম জন্মজয়ন্তী উদ্যাপিত হয়েছে শ্রদ্ধা, ভালোবাসা আর শুভেচ্ছায়। ১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে নজরুলসংগীত শিল্পী পরিষদ সিলেট বিভাগ আয়োজিত ৭৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সংগীত পিপাসু মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন শিল্পী হিমাংশু বিশ্বাস।
সুর আর ছন্দের দ্যোতনায় নিবিষ্টচিত্ত-মানুষটি রচনা করেছেন সুদীর্ঘ সময়ের এক শিল্পীত উপাখ্যান। নিবিড় সাধনায় সংগীতকে হৃদয়ে ধারণ করে তিনি অগণিত দর্শক-শ্রোতার কাছে হয়েছেন প্রিয় শিল্পী হিমাংশু বিশ্বাস।
জন্মজয়ন্তী উপণক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথমেই ছন্দ নৃত্যালয় সিলেটের শিল্পীদের পরিবেশনায় নৃত্যের মধ্য দিয়ে হিমাংশু বিশ্বাসকে মঞ্চে আসন গ্রহণ করানো হয়। শিল্পীত জীবনের বিশেষ অংশ পাঠ করেন বিশিষ্ট বাচিক শিল্পী অধ্যাপক্ষ শামীমা চৌধুরী। সম্মলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় শিল্পীর হাতে সম্মাননাপত্র ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন সিলেটের জেলা প্রশাসক এম.কাজী এমদাদুল ইসলাম। নগর বাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শিল্পী হিমাংশু বিশ্বাসের ৭৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সুদৃশ্য কেক কেটে উদ্যাপন করা হয়। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক এম.কাজী এমদাদুল ইসলাম, একুশে পদক প্রাপ্ত শিল্পী সুষমা দাস, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক্ষ বিজিত কুমার দে, সিলেট পৌর সভার সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, বাংরাদেশ নৃত্য শিল্পীর সংস্থার উপদেষ্ঠা অনিল কৃষণ সিংহ, বিশিষ্ট লোকসংগীত শিল্পী হিমাংশু গোস্বামী, নাট্যজন সুনির্মল কুমার দেব মীন, বিশিষ্ট চিত্রশিল্পী হ্যারল্ড রশিদ চৌধুরী, বিশিষ্ট বাউল শিল্পী আব্দুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামনুল আলম সেলিম, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, জিডিএফ এর চেয়ারম্যান কবির আহমদ, নজরুল একাডেমি সিলেটের সভাপতি মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, বিশিষ্ট তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে, নজরুল সংগীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক সুকোমল সেন, সাবেক সাধারণ সম্পাদক বিজন রায় ও শিল্পী হিমাংশু বিশ্বাসের সহধর্মীনি অনিতা সিনহা।
শিল্পীর হাতে উপহার ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন, জেলা শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত নাট্য পরিষদ, নজরুল একাডেমি, সিলেট নজরুল পরিষদ, আনন্দলোক, কথাকলি, শ্র“তি, স্বরলিপি, এমকা, গ্রীণ ডিজেবল ফাউন্ডেশন সহ প্রায় ৩০টি সংগঠন।
শিল্পী হিমাংশু বিশ্বাসের জন্মজয়ন্তীতে অনুষ্ঠান পরিবেশন করেন একুশে পদক প্রাপ্ত লোকসংগীত শিল্পী সুষমা দাস, বিশিষ্ট লোকসংগীত শিল্পী হিমাংশু গোস্বামী, জামাল উদ্দিন হাসান বান্না, রানা কুমার সিনহা, বাউল শিল্পী আব্দুর রহমান, শিল্পী এস.ডি শান্ত, নজরুল সংগীত শিল্পী পরিষদ, গ্রীন ডিজেবল ফাউন্ডেশন, একাডেমি ফর মণিপুরি কালচার এন্ড আর্টস, প্রভাগীতি সংগীত নিকেতন। ধন্যবাদ জ্ঞাপন করেন নজরুল সংগীত শিল্পী পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক সুকোমল সেন।
শিল্পী হিমাংশু বিশ্বাস ও তার সহধর্মীনি শিল্পী অনিতা সিন্হার দ্বৈত কন্ঠে পরিবেশনার মধ্য দিয়ে জন্মজয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন হয়।
আরো পড়ুন : এবার নির্বাসিত হতে যাচ্ছেন আরেক বাংলাদেশি!
সিলেটপ্রেসডটকম /০১ ডিসেম্বর ২০১৯/ এফ কে
সম্পাদক মন্ডলীর সভাপতি : জাবেদ আহমদ-০১৭১৮-৫৬০৩৭৫,
সম্পাদক ও প্রকাশক : ফয়ছল খান
মোবাইল : ০১৭১০-৭০৬৩০১
নির্বাহী সম্পাদক : জাবেদ এমরান
মোবাইল : ০১৭১১-৩৭৭৯৫৬
বার্তা সম্পাদক : কামরুজ্জামান
০১৭৭৯-০২৭৫৪৯
ইমেইল : sylhetpressbd69@gmail.com
ওয়েব : www.sylhetpress.com
অফিস : নেহার মার্কেট
পূর্ব জিন্দাবাজার (৪র্থ) তলা, সিলেট।
Design and developed by web-home-bd