সিলেট ১৪ই ডিসেম্বর, ২০১৯ ইং | ৩০শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ | ১৭ই রবিউস-সানি, ১৪৪১ হিজরী
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৯
রবিউল ইসলাম রবি, বগুড়া প্রতিনিধিঃ লবনের বায়বীয় সংকট সংক্রান্ত গুজবে কান না দিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু দিনভর প্রচারণায় অংশ নিয়ে সাধারণ জনগনের পাশে দাড়িয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু মঙ্গলবার দিনভর উপজেলার নাগরব্রিজ এলাকা, সোনালী ব্যাংক চত্বর, বঙ্গবন্ধু স্কয়ার এলাকা, শিবগঞ্জ সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে লবনের কৃত্রিম সংকট সৃষ্টি করে মূলবৃদ্ধির গুজব প্রতিরোধে এ প্রচারণায় অংশ নেন। জনস্বার্থে তিনি নিজেই মাইক হাতে নিয়ে এ প্রচারণায় অংশ নিয়েছিলেন। প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন, লবনের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ থাকা সত্ত্বেও এক শ্রেণির অসাদু ব্যবসায়ী ও দালাল শ্রেণীর চতুর ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য এ গুজব ছড়িয়েছে, উপজেলাবাসীকে সঠিক দামে লবন কেনার আহবান জানাচ্ছি, কেউ গুজবে কান দিবেননা, দাম বেশি চাইলে পুলিশকে তাৎক্ষনিকভাবে অবহিত করবেন। তার এ প্রচারণাকে শিবগঞ্জ উপজেলার সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
সিলেটপ্রেসডটকম /১৯ নভেম্বর ২০১৯/ এফ কে
সম্পাদক মন্ডলীর সভাপতি : জাবেদ আহমদ-০১৭১৮-৫৬০৩৭৫,
সম্পাদক ও প্রকাশক : ফয়ছল খান
মোবাইল : ০১৭১০-৭০৬৩০১
নির্বাহী সম্পাদক : জাবেদ এমরান
মোবাইল : ০১৭১১-৩৭৭৯৫৬
বার্তা সম্পাদক : কামরুজ্জামান
০১৭৭৯-০২৭৫৪৯
ইমেইল : sylhetpressbd69@gmail.com
ওয়েব : www.sylhetpress.com
অফিস : নেহার মার্কেট
পূর্ব জিন্দাবাজার (৪র্থ) তলা, সিলেট।
Design and developed by web-home-bd