সিলেট ৮ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ | ১১ই রবিউস-সানি, ১৪৪১ হিজরী
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৯
সিলেটপ্রেস ডেস্ক :: সমুদ্রে হরহামেশাই অদ্ভুতদর্শন নানা প্রাণীর দেখা মেলে। আকারে আয়তনে হোক বা গড়নে এসব প্রাণীর বৈচিত্র্য সত্যিই তাজ্জব করে দেওয়ার মতো। কিন্তু এবার সাগরে নয় বরং চীনের মিয়াও গ্রামের একটি নদীতে দেখা গেছে এমন এক মাছ, যার মাথার সামনের অংশ দেখতে হুবহু মানুষের মুখের মতো। সস্প্রতি এ মাছের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
১৪ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, মানুষমুখো মাছটি নদীতে সাঁতার কেটে পাড়ের দিকে আসছে। নদীর তীরে এসে যেন কোনো কিছু খাওয়ার চেষ্টা করছে। ভিডিওটি কাছ থেকে দেখলে বোঝা যাচ্ছে, মাছের নাক, দুই চোখ এবং মুখের অংশ অনেকখানি মানুষের মতো।
ডেইলি মেইল জানায়, এই ভিডিও মিয়াও গ্রামের এক নারী ধারণ করেছিলেন; যা পরে দেশটির মাইক্রোব্লগিং সাইট বিবো এবং আরও অনেক সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়। ভিডিওটি টুইটারেও শেয়ার করা হয়েছে। এখন পর্যন্ত ৫ লাখেরও বেশি মানুষ টুইটারে ভিডিওটি দেখেছে। লাইক এসেছে ১৭ হাজার আর রি-টুইট হয়েছে ৫ হাজারেরও বেশি।
সিলেটপ্রেসডটকম / ১৬ নভেম্বর ২০১৯/ এফ কে
সম্পাদক মন্ডলীর সভাপতি : জাবেদ আহমদ-০১৭১৮-৫৬০৩৭৫,
সম্পাদক ও প্রকাশক : ফয়ছল খান
মোবাইল : ০১৭১০-৭০৬৩০১
নির্বাহী সম্পাদক : জাবেদ এমরান
মোবাইল : ০১৭১১-৩৭৭৯৫৬
বার্তা সম্পাদক : কামরুজ্জামান
০১৭৭৯-০২৭৫৪৯
ইমেইল : sylhetpressbd69@gmail.com
ওয়েব : www.sylhetpress.com
অফিস : নেহার মার্কেট
পূর্ব জিন্দাবাজার (৪র্থ) তলা, সিলেট।
Design and developed by web-home-bd