সিলেট ১৩ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৮শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ | ১৬ই রবিউস-সানি, ১৪৪১ হিজরী
প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর নয়াসড়ক জামে মসজিদের মিনার ভাঙার ঘটনায় সিলেট সিটি করপোরেশনের এসকেবেটর চালক মোস্তাক আহমদ মাসুমকে আটক করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। আটককৃ মাসুম শাহপরান এলাকার বাদেবল গ্রামের তৈয়ব আলীর ছেলে।
সকালে নয়াসড়ক মসজিদের মিনার ভেঙে রাস্তায় ফেলে দেয়া হয়। এসময় এক মোটর সাইকেল আরোহী সহ দুই পথচারি আহত হন। তবে তাৎক্ষনিক তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, মসজিদের মিনার রাস্তায় পড়ে যানঝট এর সৃষ্টি হয়। আর মিনারের নিচে পড়ে থাকা মোটরসাইকেল আরোহীকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন। আর মিনারটি রাস্তার উপর থেকে সরানোর চেষ্টা চলছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, চালক কোন প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়েই কাজ শুরু করে। পুলিশকেও বিষয়টি অবগত করা হয়নি। তার ভুলের কারনেই এমন ঘটনা। একারনে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আহত লোকের নাম জানা যায়নি। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় ও নয়া সড়ক পঞ্চায়েত কমিটির উদ্যোগে নয়া সড়ক জামে মসজিদের পুণ নির্মাণ কাজ চলছে।
আরো পড়ুন : নয়াসড়ক মসজিদের মিনার ধস আহত ২
সিলেটপ্রেসডটকম/০২ ডিসেম্বর ২০১৯/এফ কে
সম্পাদক মন্ডলীর সভাপতি : জাবেদ আহমদ-০১৭১৮-৫৬০৩৭৫,
সম্পাদক ও প্রকাশক : ফয়ছল খান
মোবাইল : ০১৭১০-৭০৬৩০১
নির্বাহী সম্পাদক : জাবেদ এমরান
মোবাইল : ০১৭১১-৩৭৭৯৫৬
বার্তা সম্পাদক : কামরুজ্জামান
০১৭৭৯-০২৭৫৪৯
ইমেইল : sylhetpressbd69@gmail.com
ওয়েব : www.sylhetpress.com
অফিস : নেহার মার্কেট
পূর্ব জিন্দাবাজার (৪র্থ) তলা, সিলেট।
Design and developed by web-home-bd