সিলেট ৭ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ | ১০ই রবিউস-সানি, ১৪৪১ হিজরী
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯
জাবেদ এমরান :: সিলেটে চোরাই পথে আসা উদ্ধারকৃত পেঁয়াজ কাল সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ৪৫ টাকা কেজি দরে বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এমনটি শাহপরাণ থানা সূত্র জানিয়েছে। পেঁয়াজের বাজার যখন অস্থির ঠিক সে সময় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের জনসাধারণ।
সোমবার তিনটি ট্রাকে করে মোট ৭ টন পেঁয়াজ সকাল ১০টা থেকে নগরীর তিন পয়েন্ট- কবি নজরুল অডিটোরিয়াম এলাকা, কিন ব্রিজের মোড় ও বঙ্গবীর রোডের মার্কাজ পয়েন্টে বিক্রি করা হবে।
তাছাড়াও আগামী বৃহস্পতিবার থেকে নগরীর ৭টি পয়েন্টে পেঁয়াজ বিক্রির সম্ভাবনা রয়েছে বলে টিসিবি সূত্র নিশ্চিন্ত করছে।
জানা যায়, গত শুক্রবার সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকায় র্যাব-৯ পরিচালিত একটি অভিযানে এই পেঁয়াজগুলো উদ্ধার করা হয়। পেঁয়াজগুলো ভারত থেকে সিলেটের তামাবিল বর্ডার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় আমদানির কাগজ দেখাতে না পারায় ট্রাক ও পিয়াজ জব্ধসহ দুইজনকে আটক করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছিলেন, ৭ হাজার ২০০ কেজি পিয়াজ বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা। যার আনুমানিক মুল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
সিলেটপ্রেসডটকম /১৭ নভেম্বর ২০১৯/রাকিব হাসান
সম্পাদক মন্ডলীর সভাপতি : জাবেদ আহমদ-০১৭১৮-৫৬০৩৭৫,
সম্পাদক ও প্রকাশক : ফয়ছল খান
মোবাইল : ০১৭১০-৭০৬৩০১
নির্বাহী সম্পাদক : জাবেদ এমরান
মোবাইল : ০১৭১১-৩৭৭৯৫৬
বার্তা সম্পাদক : কামরুজ্জামান
০১৭৭৯-০২৭৫৪৯
ইমেইল : sylhetpressbd69@gmail.com
ওয়েব : www.sylhetpress.com
অফিস : নেহার মার্কেট
পূর্ব জিন্দাবাজার (৪র্থ) তলা, সিলেট।
Design and developed by web-home-bd